Skip to main content

Posts

Featured

The Gift of Magi

Story: The gift of Magi Writer: O. Henry বাংলায় অনুবাদঃ মোহাম্মদ আব্দুল আউয়াল [গল্পটাকে বাংলা ভাষায় সাজানোর জন্য মূল গল্প থেকে অনেকটা পরিবর্তন করা হয়েছে।] জিম আর ডেলা বিয়ে করেছে অনেক দিন হলো। যদিও তাদের ভালোবাসার কমতি নেই। তবে যেটার কমতি সেটা হচ্ছে অর্থের। বড্ড অভাবের সংসার তাদের। স্বামী জিম সাধারণ একটা চাকরি করে। মাসে বেতন মাত্র ৪০ ডলার। এই দিয়েই তাদের সংসার কোনরকম চলে। ডেলা মধ্যবিত্ত ঘড়ের মেয়ে। অর্থের অভাবে সুন্দর সুন্দর কাপড়-কসমেটিস কেনা হয় না। খুব সাদামাটা ধরনের মেয়ে। মধ্যবিত্ত ঘড়ের বউ সে। তেমনটাই তো হওয়ার কথা। তবে রূপ যে তার ছিলো না, তেমনটা বললে আসলে ভুল হবে। ডেলা যথেষ্ঠ রুপবতী ছিলো। পুরোনো একটা বাড়ি তাদের। ঘড়ের জিনিসপত্রগুলোও অনেক পুরনো হয়ে গেছে। সেগুলো মেরামত করার প্রয়োজন বোধ করেনি কেউ। তবে এই ভাঙা জিনিসপত্রগুলোর ভিড়েও তাদের কাছে দুইটা মূল্যবান জিনিস আছে। জিমের কাছে আছে একটা স্বর্ণের পকেটঘড়ি। সেটা তার পূর্বপুরুষদের হাত বদলে তার কাছে এসেছে। এবং ডেলার কাছে আছে তার নিজের সুন্দর বাদামী চুল। ডেলার চুলগুলো অনেক লম্বা। মাঝে মাঝে সেই চুলের জন্য তার অহংকার বোধ হয়। এই দুইটা জিনিস দুজনের ক...

Latest Posts

ওরা কারা?

শাপলা

I LOVE YOU

আমরা কেন অংক করি?

আমা‌দের বাচ্চা‌দের ফো‌নে আস‌ক্তি

কা‌জের ফোকাস ধ‌রে রাখ‌বো কিভা‌বে?

কোন ক্রিম কি চিরস্থায়ীভাবে আপনাকে ফর্সা করতে পারবে?

বিচার

জঙ্গল