The Gift of Magi

Story: The gift of Magi
Writer: O. Henry
বাংলায় অনুবাদঃ মোহাম্মদ আব্দুল আউয়াল



[গল্পটাকে বাংলা ভাষায় সাজানোর জন্য মূল গল্প থেকে অনেকটা পরিবর্তন করা হয়েছে।]

জিম আর ডেলা বিয়ে করেছে অনেক দিন হলো। যদিও তাদের ভালোবাসার কমতি নেই। তবে যেটার কমতি সেটা হচ্ছে অর্থের। বড্ড অভাবের সংসার তাদের। স্বামী জিম সাধারণ একটা চাকরি করে। মাসে বেতন মাত্র ৪০ ডলার। এই দিয়েই তাদের সংসার কোনরকম চলে।
ডেলা মধ্যবিত্ত ঘড়ের মেয়ে। অর্থের অভাবে সুন্দর সুন্দর কাপড়-কসমেটিস কেনা হয় না। খুব সাদামাটা ধরনের মেয়ে। মধ্যবিত্ত ঘড়ের বউ সে। তেমনটাই তো হওয়ার কথা। তবে রূপ যে তার ছিলো না, তেমনটা বললে আসলে ভুল হবে। ডেলা যথেষ্ঠ রুপবতী ছিলো।

পুরোনো একটা বাড়ি তাদের। ঘড়ের জিনিসপত্রগুলোও অনেক পুরনো হয়ে গেছে। সেগুলো মেরামত করার প্রয়োজন বোধ করেনি কেউ। তবে এই ভাঙা জিনিসপত্রগুলোর ভিড়েও তাদের কাছে দুইটা মূল্যবান জিনিস আছে।
জিমের কাছে আছে একটা স্বর্ণের পকেটঘড়ি। সেটা তার পূর্বপুরুষদের হাত বদলে তার কাছে এসেছে। এবং ডেলার কাছে আছে তার নিজের সুন্দর বাদামী চুল। ডেলার চুলগুলো অনেক লম্বা। মাঝে মাঝে সেই চুলের জন্য তার অহংকার বোধ হয়। এই দুইটা জিনিস দুজনের কাছে অনেক মুল্যবান।

সামনে বড়দিন। ডেলা ভাবল তার ভালোবাসার মানুষটাকে একটা উপহার দিবে। কিন্তু উপহারের জন্য তো পয়সা দরকার। ডেলার কাছে তখন আছে মাত্র ১ ডলার ৮৭ সেন্ট। নিশ্চই এই সামান্য অর্থ দিয়ে সে কিছুই কিনতে পারবে না। কী আর করা যায়? তাহলে কি সে তার স্বামীকে কিছুই দিতে পারবে না? চিন্তা শেষ হয় না তার।

রাস্তার দুই পাশে সারি সারি দোকান। অনেক সুন্দর সুন্দর জিনিস। তবে ডেলার কাছে সেগুলো কেনার পয়সা নেই। হতাস হয়ে যখন ডেলা বাসার ফিরে যাচ্ছিলো তখন সামনে একটা পার্লার দেখতে পেল। ডেলার মুখে হাঁসি ফুটে উঠল। সে দ্রুত পার্লারে প্রবেশ করল। পার্লারের ভিতরে একজন বয়স্ক মহিলা। ডেলা সেই মহিলাকে বলল, আপনি কী আমার চুলগুলো কিনবেন?
মহিলাটি বলল, তোমার চুলগুলো দেখাও তো। ডেলা তার সুন্দর বাদামী চুলগুলো মহিলাটিকে দেখালো। মহিলাটি ডেলার চুলগুলো দেখে মুগ্ধ হয়ে গেল। মহিলাটি খুশি হয়ে বলল, তোমার চুলের জন্য ২০ ডলার পাবে। ডেলা রাজি হয়ে যায়। এই ২০ ডলার দিয়ে সে অনেক দামী কিছু কিনতে পারবে।
মহিলাটি ডেলার চুলগুলো কাঁচি দিয়ে কাঁটতে আরাম্ব করে। যখন কাঁটা শেষ হলো তখন সে আয়নায় দেখল আর পা পর্যন্ত যে লম্বা চুলগুলো ছিলো, তা আর নেই। এতে ডেলাকে অনেক খারাপ দেখাচ্ছিলো। মহিলাটির কাছ থেকে ২০ ডলার নিয়ে সে পার্লার থেকে বের হয়ে আসে। তার হাতে এখন আছে ২১ ডলার ৮৭ ফ্রা।
ডেলা একটা দোকানে প্রবেশ করল। অনেক খোঁজাখুঁজির পর একটা জিনিস তার অনেক পছন্দ হল। একটা সোনার পকেটঘড়ির চেইন। তার স্বামীর সোনার পকেটঘড়ির সাথে যদি একটা সোনার চেইন লাগানো থাকে। জিনিসটা অনেক আকর্ষণীয় লাগবে। ডেলা ২১ ডলার দিয়ে চেইনটা কিনল। তার হাতে তখন কেবল ৮৭ সেন্ট।

ডেলা চেইনটা কিনে আনার পরে ভাবতে লাগলো, এখনো তো তার আগের মতো সুন্দর চুল নেই। তার স্বামী কি তাকে অপছন্দ করবে? ডেলা ভাবতে লাগল, তার স্বামী তো তাকে ভালোবাসে। তার চুলকে না। এবং সে যখন দেখবে তার জন্য অনেক সুন্দর একটা উপহার কেনা হয়েছে তখন সে অবশ্যই খুশি হবে।

জিমের অফিস থেকে ফেরার সময় হয়ে গেছে। আর কিছুক্ষন পরেই সে ফিরে আসবে। ডেলার মনে উত্তেজনা বাড়তে লাগল। সে অবশ্যই এটা দেখে অনেক খুশি হবে। কতোটা খুশি হবে সেটা সে জানে না।
কিছুক্ষন পরে জিম বাসায় আসলো। আসার পর সে যখন দেখল তার স্ত্রীর সুন্দর বাদামী চুলগুলো নেই তখন ডেলা বলল, তোমার জন্য আমি একটা উপহার কিনেছি। কথাটা শুনে জিম ক্লান্ত গলায় বলল, চুলগুলা তুমি বিক্রি করে দিলে?
ডেলা বলল, তোমাকে উপহার দেওয়ার মতো পয়সা আমার ছিলো না। তাই চুলগুলো বিক্রি করেছি। আর আমি তো জানি তুমি আমার চুলের চাইতেও আমাকে বেশি ভালোবাসো। তাই আমাকে এখন দেখতে খারাপ লাগলেও আশা করি তুমি আমাকে ঘৃণা করবে না।
- না। তেমনটা কেন হবে? আমি তো তোমাকেই ভালোবাসি। তো দেখি, তুমি আমার জন্য কী উপহার এনেছ।

ডেলা দৌড়ে দিয়ে টেবিলের উপর থেকে উপহারের বাক্সটা জিমের সামনে এনে বলে, তুমি খুলে দেখো। জিম আগ্রহ নিয়ে উপহারের বাক্সটা খুলে। বাক্সটা খুলে সে দেখে একটা সুন্দর স্বর্ণের পকেটঘড়ির চেন। চেনটা দেখে জিমের খুশি হবার কথা ছিলো। কিন্তু জিমের মুখে হতাশার ছাপ।

জিম ডেলাকে বলল, ডেলা! আমারও ইচ্ছা ছিলো তোমাকে কিছু উপহার দেওয়ার। আমার কাছেও তো পয়সা তেমনটা নেই। তাই আমি আমার স্বর্ণের ঘড়িটা আজ বিক্রি করে দিয়েছি। সেই টাকা দিয়ে তোমার জন্য অনেক সুন্দর সুন্দর চিরুনি কিনেছিলাম।




Tag: বাংলা ছোট গল্প pdf, মজার ছোট গল্প, ছোট গল্প রোমান্টিক,  শিক্ষণীয় ছোট গল্প, ভালোবাসার ছোট গল্প

Comments

Popular Posts